Posts

Showing posts from August, 2021
  টিকায় হার্ট অ্যাটাক  কিশোর , ক্ষতিপূরণ দেড় কোটি!!  সম্প্রতি সিঙ্গাপুরের এক কিশোর টিকা নেয়ার পর অসুস্থ হওয়ায় প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনার টিকা গ্রহণের ছয়দিন পর সিঙ্গাপুরে ১৬ বছরের স্থানীয় এক কিশোরের হার্ট অ্যাটাক (মাইয়োকার্ডিটিস) হয়। টিকা গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই এটিকে গণ্য করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার টিকা গ্রহণের পর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল সিঙ্গাপুরের সরকার। সেই আশ্বাস অনুযায়ী সেই কিশোরকে ক্ষতিপূরণ দিচ্ছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। হার্ট অ্যাটাক থেকে মৃত্যুও হতে পারতো বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।